Tuesday, May 28, 2013

ছেলেটি



একটি ছেলের বুকের মাঝে লুকিয়ে ছিল অনেক না বলা কথা। সাগরপাড়ে বালুর মাঝে লিখত সে কতো কবিতা। ছিল তার অনেক কিছুই, আবার ছিল না কিছুই, অশ্রুতে থাকতো ভিজে তার চোখ। বালুর মাঝে কাটাকুটি আর পুরনো স্মৃতির মাঝে গাইত সে গান। বিশাল আকাশ শুনত সেই গান, বৃষ্টি আসতো নেমে। ছেলেটির চোখের অশ্রু আর বৃষ্টির জল মিলেমিশে করত রচনা কতো কবিতা। তবুও ফুটত না হাসি ছেলেটার মুখে।

ব্যস্ত সবার মাঝে বসে দুপুরবেলার কড়া রোদে লিখত ছেলেটি কতো কবিতা।  বালুর ক্যানভাসে ধরত তুলে সে মনের যত অভিমান। অশ্রু গড়িয়ে পড়তো বালিতে তবুও ছেলেটি গেয়ে যেত শুধু তার দুঃখ ভরা গান। ঝাউবন শুনত সেই গান আর সবার মাঝে চুপটি করে দিত ছায়া তাকে কড়া রোদের মাঝে। তবুও ফুটত না ছেলেটির মুখে হাসি। কে যেন গভীর মায়ায় ডাকতো তাকে সাগরের ওপাড় থেকে।  

তারপর হটাত একদিন ব্যস্ত আঙুল থামিয়ে ছেলেটি তাকাল সাগরের দিকে। ছোট্ট একটি নৌকা নিয়ে, জল রঙের পাল উড়িয়ে ছেলেটা করলো যাত্রা অজানা দেশে। যা ছিল, যা ছিল না, সবাই এসে সাগর পাড়ে এখন শুধু তাকে খোঁজে। বালুর মাঝে লিখে যাওয়া কবিতাগুলো এখন তারা পড়ে। আকাশ আর ঝাউবন এখনও থাকে সে তার আশায়, মনের মাঝে তাদের একটিই প্রশ্ন, “ছেলেটা কি এখন হাসে?”

শেষ কথাঃ সুমন ভাইয়ের একটি গান অবলম্বনে এটি আমার জীবনের আঁকা একটি প্রতিছবি।          

Monday, April 22, 2013

Blog 1

আমি মূলত প্রেম-ভালবাসা আর খেলাধুলা নিয়েই ব্লগ লিখব। তাও কেবল শখ করে। আমি জানি আমার ব্লগ নিয়ে কখনও মাতামাতি হবে না। আর এই ২ বিষয় ছাড়া, অন্য বিষয়ে আমার তেমন একটা আগ্রহ নাই। তাই আমার প্রথম ব্লগে খেলাধুলা দিয়ে শুরু করছি।

# আর মাত্র ১ দিন পর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ২য় টেস্ট শুরু হবে। ১ম টেস্টে ৩৩৫ রানের বিশাল বেবধানে হারার পর মুশফিক বাহিনীর দিকে বেশ সমালোচনার তীর ছুটে গেছে এবং যাচ্ছে। আসলে আমি বেক্তিগতভাবে মনে করি প্রস্তুতি ম্যাচ না খেলার দরুন এই সমস্যার উত্থান। কারণ শ্রীলংকায় প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল, তাতে আশরাফুল সেঞ্চুরি ও করেছিল। যার ফলশ্রুতিতে ১ম টেস্টে বাংলাদেশ বেশ ভালো খেলা খেলেছিল। তবে আমি মনে করি বর্তমানে আমাদের দল জিম্বাবুয়ের কন্ডিশন এর সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। তাই ২য় টেস্টে ভালো কিছুর আশা রাখছি। তবে আমার মতে সহ-অধিনায়ক রিয়াদকে বাদ দিতে পারলে ভালো হবে। তার জায়গাতে মুমিনুল ভালো খেলবে আশা করছি।

# ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কে অভিনন্দন, তারা গত রাতে ৫ খেলা বাকি রেখে তাঁদের ১৩তম প্রিমিয়ার লিগ জিতেছে। বলা যায় এই সাফল্যর পিছনে রবিন ভ্যান পার্শির অবদান বেশি। আমি গতকাল ৬০ মিনিট পর্যন্ত খেলা দেখেছি। এর মধ্যে ৩-০ তে এগিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছিল রেড ডেভিলরা। খেলা শুরুর মাত্র ৯০ সেকেন্ড এর মধ্যে ভ্যান পার্শির ক্ষিপ্ত গোল দেখে আমি অভিভূত। এর পর আরও ২ গোল করে হ্যাট্রিক করে সাবেক আর্সেনাল খেলোয়াড়। ভ্যান পার্শির সাবেক  ক্লাব আর্সেনাল এর মুখোমুখি হবে রেড ডেভিলস আগামী রোববার। উত্তেজনাদায়ক ম্যাচ এর আশা রাখছি।

# আমার আজকের দিনের চিন্তা জুড়ে আছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১ম সেমি ফাইনাল এর ১ম লেগঃ বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনা। যেহেতু জার্মানির মাটিতে খেলা। তাই জয়ের চেয়ে ড্র এর আশা বেশি করছি। ড্র হতে হবে মিনিমাম ২-২ অথবা ৩-৩। কোনক্রমে 0-0 বা ১-১ হলে চলবে না। তাই বলতে পারি এই রকম ড্র করা জয়ের চেয়েও কঠিন। আজকে যদি কোনক্রমে ১-০ তে জয়ী হয় বার্সা তাহলে ২য় লেগে কষ্ট হতে পারে। তাই জিতলেও মোটামুটি বড় বেবধানে জিতাই ভালো। যা স্প্যানিশ ক্লাব হিসেবে জার্মান মাটিতে সম্ভব করা খুবই কঠিন। মেসি যেমন বার্সার ভরসা তেমনি মেসিকে যখন আটকে ফেলতে সক্ষম হয় কোন দল তখন বার্সা দিশেহারা হয়ে যায়। অনন্যারা গোল করতে পারে না। এটা এবং মাত্রাতিরিক্ত পাস দেয়া বার্সার বড় দুর্বলতা এবং পরাজয়ের মূল কারণ। তবে আমার মনে হয় না এর বেতিক্রম দেখা যাবে। হয় মেসি ম্যাজিক না হলে বার্সার অসহায় আত্মসমর্পণ। ফেব্রগাস ভিয়া তেল্ল কেবল পাস দিবে, কিন্তু গোল করতে পারবে না। তবুও ভালো কিছুর আশা নিয়ে আজকে খেলা দেখতে বসবো। দেখা যাক কি হয়।

|SMTA|